নভেম্বরের শেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। পাশাপাশি আগামী তিন-চার দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা বেশ কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ২৫ নভেম্বর সোমবার নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। যদিও এ রাজ্যে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সামগ্রিকভাবে রাজ্য জুড়ে কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। নভেম্বরে হাড় কাঁপানো শীত নয়, থাকবে মনোরম আবহাওয়া। জাঁকিয়ে পড়তে এখনও বেশ কিছুটা দেরি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী তিন-চার দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা বেশ কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কুয়াশার দাপট রয়েছে। যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। এদিকে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩০ নভেম্বর উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে।