বাংলাদেশে ইসকন কি নিষিদ্ধ ? গ্রেফতার বহু সন্ন্যাসী , ভাঙচুর থেকে অগ্নিসংযোগ সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক ,

বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই আবহে উচ্চ আদালতে মামলাটি গ্রহণ করা হয়েছিল। সেই মামলার শুনানি ছিল আজ। সেই সময় ইসকনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতকে স্বতঃপ্রণোদিত নির্দেশ দেওয়ার জন্যে আবেদন জানান আইনজীবী মনিরুদ্দিন। এরপরই হাইকোর্টের বিচারপতি বলেন, 'বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ বিষয়ে তার দুশ্চিন্তার কোন কারন নেই।' এই আবহে বাংলাদেশে এখনই ইসকন নিষিদ্ধ হচ্ছে না। হাইকোর্টে খারিজ হয়ে গেল রিট পিটিশন। এদিন আদালতের তরফে জানানো হয়, ইসকন নিষিদ্ধ হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে সরকারের। 


তবে গতকাল সরকার পক্ষের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, ইসকনকে কট্টরপন্থী ধর্মীয় সংগঠন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে আজও আদালতে সরকার জানিয়েছে, ইসকন নিয়ে শীঘ্রই তারা নীতিগত সিদ্ধান্ত নেবে। এদিকে চট্টগ্রামে চিন্ময় প্রভুর অনুগামীদের সঙ্গে পুলিশ এবং আইনজীবীদের সংঘর্ষের আবহে আদালতে আজ সরকার পক্ষ জানায়, এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 


ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক হাড় হিম করা সেইসব ছবি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ইসকনের সেন্টার জোরজবরদস্তি বন্ধ করার কাজ শুরু করে দিয়েছেন মৌলবাদী সংগঠন। ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে এই কাজ চলছে। আইএনএস সংবাদসংস্থার তরফে জানান হয়েছে, বাংলাদেশের শিবচরে ইসকন সেন্টার বন্ধ করে দিয়ে যায় একদল এসে। 


ইসকন কলকাতার ভাইস প্রেসেডেন্ট এবং মুখপাত্র রাধারমণ দাস বলেন, 'বাংলাদেশের শিবচরের ইসকন নামহাট্টা সেন্টারটি মুসলিমরা এসে জোর করে বন্ধ করে দিয়ে যায়। এরপর সেখানে সেনারা যান। ইসকনের ভক্তদের সেখান থেকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।' একটি ভিডিও পোস্ট করেছেন রাধারমণ দাস। 

Previous Post Next Post

نموذج الاتصال