স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,
জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। নির্মীয়মাণ সেতুতেই দুরন্ত গতিতে গাড়ি ছোটালেন চালক। গাড়ি গিয়ে পড়ল সোজা নদীতে। উত্তরপ্রদেশের বরেলিতে দুর্ঘটনায় চালক-সহ তিনজন প্রাণ হারিয়েছেন।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরৈলিতে। শনিবার নির্মীয়মাণ সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি। জানা গিয়েছে, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। বরৈলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তাঁরা। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মীয়মাণ সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।
পরেরদিন, অর্থাৎ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভিতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়দনের পরিচয় এখনও জানা যায়নি।
সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশটি ভেঙে পড়ে যায়। পরবর্তীকালে সেতুর নির্মাণ কাজও শুরু হয়। কিন্তু জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণেই সম্ভবত সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এমনকী, সেতুর উপর সতর্ক করে কোনও বোর্ডও লাগানো ছিল না।