অরিজিত্ ও এড শিরানের বন্ধুত্বের কথা সকলেরই জানা। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং। তাঁদের যুগলবন্দি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। জিয়াগঞ্জ থেকেই সোমবার রাতে শিলংয়ের উদ্দেশে রওনা হবেন এড শিরান। সেখানেই তাঁর পরবর্তী কনসার্ট রয়েছে।
অরিজিৎ সিং তাঁর স্কুটির পিছনে এড শিরানকে বসিয়ে জিয়াগঞ্জ ঘুরে বেড়ান। ঘুরিয়ে দেখান নিজের শহর। আর তাঁদের বন্ধুত্বের এই দিন যাপনের নানা টুকরো ছবি এদিন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে তাঁরা এদিন একটি মিউজিক ভিডিয়ো শ্যুট করেছেন।
বেঙ্গালুরু কনসার্ট দিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে শিরানের ভারত সফর শুরু হয়েছে। এরপর তাঁর আগামী কনসার্ট শিলংয়ে। তার আগে ঢুঁ মারলেন বন্ধুর বাড়িতে। আর অরিজিৎও স্কুটির পেছনে ব্রিটিশ বন্ধুকে চাপিয়ে জিয়াগঞ্জের অলিগলি-পাকস্থলি ঘুরিয়ে দেখালেন।
শুধু তাই নয়, সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহারও করেন অরিজিৎ-শিরান। দুই গায়ককে দেখতে গঙ্গাপারে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। দুই বন্ধুত্বের এই দিন নামচার নানা টুকরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে তাঁরা একটি মিউজিক ভিডিও শ্যুট করেছেন।
দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। সম্প্রতি তিনি গান করেই ফিরে এসেছেন জিয়াগঞ্জ শহরে। আর গায়কের বাড়িতে এই পপ গায়ক আসতেই কার্যত হৈ চৈ পড়ে যায় এলাকায়। গায়ক অরিজিৎ সিং কে দেখার জন্য ভাগীরথী নদীর তীরে ভিড় জমান অরিজিৎ অনুগামীরা। ঠিক তেমনই পপ গায়কেও এক ঝলক দেখার জন্য ভিড় জমান অনেকেই।