‘আপনার মন নোংরামিতে ভরা, মা-বোনেরা আপনার মন্তব্যে লজ্জিত’। আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া।
'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শোতে বাবা-মায়ের উপর অশ্লীল রসিকতা কান্ডে ইউটিউবার এবং পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেয়েছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তার আবেদনের শুনানি হয়। এলাহাবাদিয়ার বিরুদ্ধে তার অশ্লীল মন্তব্যের জন্য দেশজুড়ে দায়ের করা এফআইআরের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারির উপর অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে। শুনানি চলাকালীন, শীর্ষ আদালত এলাহাবাদিয়াকে তার 'নোংরা কমেডি'র জন্য তীব্র ভর্ৎসনা করে। আদালত বলেছে যে মত প্রকাশের স্বাধীনতার নামে, সমাজের রীতিনীতির বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না।
তবে প্রবল তিরস্কার করলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। এরপর থেকে দেশের কোনও প্রান্তের পুলিশ নতুন করে এফআইআর দায়ের করতে পারবে না রণবীরের বিরুদ্ধে। যেভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার, সেই ঘটনার নিন্দাও করেছে শীর্ষ আদালত। তবে বিচারকদের কথায়, রণবীর যেভাবে নোংরা মন্তব্য করে জনপ্রিয় হতে চাইছেন ঠিক সেভাবেই তাঁকে হুমকি দিয়েও বিখ্যাত হতে চাইছেন কেউ কেউ। তবে প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, অনুমতি শীর্ষ আদালতের।
আদালত রণবীর এলাহাবাদিয়া তদন্তে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ যদি আবেদনকারী মনে করেন যে তাঁর প্রাণ সংশয় রয়েছে তাহলে তিনি পুলিশের সাহায্য চাইতে পারেন এবং রণবীরকে থানে থানায় তার পাসপোর্ট জমারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানটির সমস্ত পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।