ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে জমায়েত কর্মসূচি ধর্মতলায় ব্যাপক যানজটে স্তব্ধ হল কলকাতা


 অফিস টাইমে শহর কলকাতায় নাভিশ্বাস নিত্যযাত্রীদের ৷ মহানগরী আজ পরিণত হয়েছে মিছিল নগরীতে ৷ সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজ রাস্তায় নেমেছেন বহু সংখ্যালঘু মানুষ । পাশাপাশি রয়েছে চাকরিহারাদের মিছিল ৷ জোড়া কর্মসূচিতে ব্যস্ত সময়ে শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তাই যানজটে স্তব্ধ হয়ে পড়েছে ৷ হয়রানির শিকার নিত্যযাত্রীরা ৷


বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজট শহরের বিভিন্ন রাস্তায় ৷ ওয়াকফ আইনের প্রতিবাদে এদিন মৌলালির রামলীলা ময়দানে জমায়েত কর্মসূচি রয়েছে ৷ সেখানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে এদিন বাস বোঝাই করে শহরমুখী বিক্ষোভকারীরা ৷ এর ফলে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার প্রায় অবরুদ্ধ ৷ যান চলাচল খুব ধীরগতিতে চলছে মল্লিকবাজারমুখী সব রাস্তা, এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও।


কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যাবে মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হয়েছেন। বাইরে থেকে বহু গাড়ি ঢুকেছে শহরে। ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মন্থর হয়ে গিয়েছে যান চলাচলের গতি। তুলনায় চাকরিহারাদের কর্মসূচিতে কম সংখ্যক মানুষের জমায়েত হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক বাসে করে বহু মানুষ শহরে এসেছেন। পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে শুরু করে ধর্মতলায় ব্যাপক যানজট দেখা যায়।


Previous Post Next Post

نموذج الاتصال