নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পথে নেমেছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা। এমন পরিস্থিতিতে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলার শুনানি হল না সিবিআইয়ের বিশেষ আদালতে।
আদালত সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি তিনি। ওই মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকায় পার্থর জামিন মামলার শুনানি হয়নি। আগামী ১৭ এপ্রিল ওই মামলার শুনানি হবে। সেদিনই পার্থর জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত মত জানাতে পারে আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হন পার্থ। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। সিবিআইয়ের প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানান পার্থ। দীর্ঘ শুনানি চলে। সেই শুনানিতে সিবিআই দাবি করেছিল, প্রাথমিকের ওএমআর নষ্ট করা হয়েছিল পার্থের নির্দেশ। গত ৩ এপ্রিল জামিন মামলার শুনানি শেষ হয়।
এদিন বিশেষ সিবিআই আদালত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের আবেদনের রায় দিতে পারেন বলে জানা গিয়েছিল। তবে বিচারক আদালতে উপস্থিত না থাকায় জামিনের আবেদন রায় ঝুলে রইল।
প্রাথমিকে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলা এখনও চলছে। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১১ জন। তার মধ্যে ৮ জন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। শুধু পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছে, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’। তাঁর তৎকালীন ওএসডি-ও গোপন জবানবন্দি দিয়েছেন। তাই এখন জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে, এই যুক্তিতেই জামিনের বিরোধিতা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।