কাশ্মীরে ফের জঙ্গি হানা ! ৫ পর্যটকের মৃত্যু, ১২ জন পর্যটক আহত


 মঙ্গলবার আড়াইটে নাগাদ পহেলগাঁওয়ের বাইসারনে পর্যটকদের উপরে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেই হামলায় আহত হয়েছেন ১২ পর্যটক। এদের মধ্যে ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে পর্যটকদের মধ্যে মিশে ছিল জঙ্গিরা। ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সূত্রের খবর, অমিত শাহকে পহেলগাঁওয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় মানুষজন বলছেন পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা।


জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘পর্যটকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয়। এই ঘটনা বর্বরোচিত।’’ অন্য দিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র প্রধান মেহবুবা মুফতি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘এই ধরনের হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না।’’



জঙ্গিদের খোঁজে চলছে চিরুনী তল্লাশী। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় পরপরই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, এরকম ভয়ংকর হামলা বহুদিন হয়নি। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।


সরকারি সূত্রের খবর, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হিন্দুদের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বক্তব্য করেন। এর পরপরই এই হামলা। সামনেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তাই এই হামলায় আরও আতঙ্ক ছড়িয়েছে। 



২০২৭ সালে অনন্তনাগে অমরনাথ ফেরত তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল সাতজনের। আহত হন ১৯ জন।নিহতদের মধ্যে ৫ জন ছিলেন গুজরাতের এবং ২ জন মহারাষ্ট্রের বা

সিন্দা। 

Previous Post Next Post

نموذج الاتصال