এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ ? উঠছে প্রশ্ন


স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,

আন্তর্জাতিক বইমেলার সময়সূচীতে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত বইমেলার ৪৮তম সংস্করণে জার্মানি প্রথমবারের মতো থিম কান্ট্রি হবে।


১৯৯৬ সাল থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালে শেখ হাসিনা নিজে মেলায় যোগ দিয়েছিলেন ওই বছর বাংলাদেশ ছিল থিম কান্ট্রি। ২০০১ এবং ২০০৮ এর মধ্যে এই ঐতিহ্যের কোন বিরতি ছিল না।


এই ব্যাপারে গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী জানান, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না- এটা এখনই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, যদি আগামী দিনে এই জটিলতা কমে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের যথোপযুক্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি। যে পরিস্থিতির মধ্যে ভারত এবং বাংলাদেশ রয়েছে সেখানে সরকারি কোন নির্দেশনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছি না।


গত বছরই কলকাতা বইমেলা থেকে বাংলাদেশের স্টলগুলির চাহিদা চোখে পড়ার মতো ছিল। বিক্রি হয়েছিল কোটি কোটি টাকার বই। কিন্তু এ বছর তাদের নামই নেই তালিকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী বাংলাদেশের বদলে এবার কলকাতা বইমেলায় অন্য কোনও নতুন দেশ আসতে চলেছে? গিল্ড সে আশাতেও জল ঢেলে জানিয়েছে, প্রচুর প্রকাশক আবেদন করলেও সুযোগ দেওয়া হয়েছে মাত্র ১০৫০ জনকে। 


গত অগস্ট মাস থেকেই অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে বাংলাদেশে। এখনও বিক্ষিপ্তভাবে লেগে রয়েছে অশান্তি। তার জেরেই এবার বাংলাদেশের স্টল কলকাতা বইমেলায় দেখতে না পাওয়া গেলেও অবাক হওয়ার মতো কিছুই নেই।






Previous Post Next Post

نموذج الاتصال