স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, বাবা হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত-রীতিকার কোলে এল দ্বিতীয় সন্তান। অনেকদিন ধরেই জল্পনা ছিল রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হতে পারেন। তবে রোহিত বা রীতিকা, কেউই এই নিয়ে শুরু থেকে মুখ খোলেননি। শর্মা পরিবারের তরফে সরকারিভাবে এখনও সন্তান জন্মের খবর জানানো হয়নি। তবে সূত্রের খবর, ঋতিকা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই সুস্থ।
২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে না খেলার সম্ভাবনা ছিল রোহিতের। তিনি বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন। তবে সেই ছুটি মঞ্জুর হয়নি বলে খবর ছিল।
পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। রোহিতের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল, তাঁর সন্তান কবে পৃথিবীর আলো দেখছে সেটার উপর। শোনা যাচ্ছে, শুক্রবার জুনিয়র হিটম্যান পৃথিবীর আলো দেখায় পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন তিনি।
দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিত দলে যোগ দেন কি না সেই দিকে নজর থাকবে। অস্ট্রেলিয়া না গেলেও মুম্বইয়ে ভারত অধিনায়ক নিয়মিত অনুশীলন করছেন। এমনিতে ভারতীয় দল এই মুহূর্তে চোট আঘাতের সমস্যায় জর্জরিত। তার উপর সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের জেরে টিম ইন্ডিয়ার মনোবলেও ঘাটতি রয়েছে। এই অবস্থায় অধিনায়ক দলে যোগ দিলে খানিকটা আত্মবিশ্বাস বাড়বে টিম ইন্ডিয়ার।