তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা অ্যাকাউন্ট থেকে গায়ের করার ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ

 


একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা লোপাট করার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকও রয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে আরও একজনকে। আরও কয়েক জনের খোঁজ চলছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। সরকারি পোর্টাল হ্যাক করে ট্যাবের টাকা লোপাট করা হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।



ধৃত রকি সেখ মালদহের ভগবানপুর কেবিএস স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশের দাবি, ধৃত রকি সেখ-ই একাধিক স্কুলের অ্যাকাউন্ট লগইন ক্রেডেনশিয়াল শেয়ার করে দেয় যা সরকারি তহবিলের টাকা তছরুপিতে সাহায্য করে। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটি পোর্টাল হ্যাক করে পূর্ব বর্ধমানের পড়ুয়াদের টাকা।



রাজ্য সরকারের বাংলার শিক্ষা নামের একটি পোর্টাল হ্যাক করে একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তদন্তে জানতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই ট্যাবের টাকা হাতানোর ঘটনায় হাসেম আলি নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। সে মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খুদিটোলা এলাকার বাসিন্দা। তাকে জেরা করে বাকি চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় মালদহ জেলার পুলিশ। তাতেই মেলে সাফল্য।



তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা অ্যাকাউন্ট থেকে গায়ের করার ঘটনায় এই নিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে ইসলামপুর থানার সামনে নাকা তল্লাশি করছিল দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি যৌথ দল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চলছিল অভিযুক্তদের খোঁজ। একটি সরকারি বাসে তল্লাশি চালানোর সময় ওই চার জনকে ধরা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ট্যাব-কাণ্ডে জড়িত আরও এক জনের খোঁজ পায় পুলিশ। ওই অভিযুক্ত পেশায় মুহুরি।


পুলিশ জানিয়েছে ধৃত পাঁচ জনের নাম রোশন জামাল, মুতাব্বর আলি, উসমান আলি, মনসুর আলম এবং মহম্মদ মুজাম্মেল। এঁরা সকলেই চোপড়া বিধানসভা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার মালদহগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসে বিহারের কিষানগঞ্জ হয়ে দিল্লি চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। গোপন সূত্র মারফত ওই খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।




Previous Post Next Post

نموذج الاتصال