আদানি গোষ্ঠীর শেয়ার পড়েছে ২০ শতাংশ ! এক ঘন্টায় দু লক্ষ কোটি টাকা ক্ষতি


স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক, 

আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হল আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম। ভারতের সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানি, দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প, যা থেকে ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করা সম্ভব হত, সেই প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের প্রায় ২২৩৭ কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গোষ্ঠী।


জানা গিয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পটিতে ২০ বছরে ২০০ কোটি ডলার লাভ করার যেত আর তার জন্যই ভারতের সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করেছিল আদানি গ্রুপ। আদানি এবং তাঁর ভাইপো ছাড়াও আরও ছয়জনের নাম আছে এই গ্রেফতারি পরোয়ানায়। তাঁরা হলেন— আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্র।


ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে এই অভিযোগের দরুণ আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর শেয়ার বাজারে আদানি গ্রুপের স্টকগুলিতে (Adani Group Stocks) বড় পতন এসেছে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারগুলির দাম। ফলে পতন এসেছে সূচকেও। আদানি এনার্জি সলিউশনের শেয়ার আজ ২০ শতাংশ পতনে (Adani Group Stock Crash) খুলেছে আর তারপরেই লোয়ার সার্কিট লেগেছে এই স্টকে। ভারতের অন্যতম ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ১০ শতাংশ পতন এসেছে আজ। এই স্টকেও লেগেছে লোয়ার সার্কিট, এছাড়াও আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টস, আদানি পাওয়ারের স্টকেও ১০ শতাংশ হারে পতন এসেছে।


কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) নামে। তার ২৪ ঘণ্টা কাটতেই শেয়ার বাজারে ধস নামল তাঁর বিভিন্ন সংস্থায়। ভারতীয় শেয়ার বাজারে বৃহস্পতিবার এক ঘণ্টায় দু’লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর (Adani Group)।


Previous Post Next Post

نموذج الاتصال