জিৎ এর জন্মদিনে বাড়ির সামনে ভক্তদের ভিড় ! বলিউডের বাদশা সাথে টলিউডের বাদশার মিল


স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,

 একবারই তিনি বলেছিলেন, "ও বন্ধু তুমি শুনতে কি পাও..." ৷ তারপর অভিনেতা জিৎ-এর ডাকে সাড়া দেননি এমন অনুরাগী খুঁজে পাওয়া মুশকিল ৷ 2002 সালে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি ৷ তারপর কেটে গিয়েছে 22 বছর ৷ এখন তিনি টলিউডের 'বস' ৷ অনুরাগীদের থেকে পান '100% লাভ' ৷ এহেন 'সুলতান'-এর জন্মদিনে তাঁর বাড়ির সামনে ভিড় জমান অগণিত ভক্তরা ৷


একটা সময় বলিউডে গ্যালাক্সি, মন্নত বা জলসার বাড়ির সামনে অনুরাগীদের ভিড় নজর কাড়ত ৷ সলমন খান থেকে শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চনকে এক ঝলক দেখার জন্য রাত থেকে ভিড় জমান ভক্তরা ৷ প্রতিবছর জিৎ-এর জন্মদিনেও এই রকম ছবি দেখতে পাওয়া যায় ৷ রাত 12টা বাজতেই জিৎ-এর বাড়ির সামনে বেশ কিছু অনুরাগী আতসবাজি ফাটিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ জিৎ-ও ব্যালকনিতে এসে অনুরাগীদের দেখে হাত নাড়েন ৷




৪৬তম জন্মদিনের প্রথম ভাগ এভাবেই কাটিয়ে ফেলেন জিতেন্দ্র মদনানি! যিনি জন্মসূত্রে অবাঙালি হয়েও সর্বাংশে বাঙালি। তিনটি দৃশ্যের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানেই শাহরুখ খানের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সকলে।


অভিনেতা এই সময়ে, আজকের বিশেষ দিনে তাঁর দুই গুরুত্বপূর্ণ পরিবারকে পাশে পেয়ে ধন্য। তিনি আরও বললেন, আজ আমার দুটো পরিবার সঙ্গে রয়েছে। একটা যেখানে আমি জন্মেছি, আর দ্বিতীয় যারা আমায় ভালবাসা দিয়েছেন।" শুধু এই বাংলায় নয়, জিতের বাংলাদেশে অনেক ফ্যান রয়েছে। 



২০০৩ সালে সঙ্গীর মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ। প্রেমী, মস্তান, আক্রোশ, বন্ধনের মতো সিনেমা এরপর তাঁর ভাগ্য বদলে দেয়। তাঁকে শেষ দেখা গিয়েছে ব্যুমেরাং ছবিতে, যেখানে তিনি রুক্মিণী মৈত্রের বিপরীতে অভিনয় করেছেন। কেরিয়ারের শুরু থেকেই পুরোপুরি বানিজ্যিক ঘরনার ছবিতে নিজেকে সঁপে দিয়েছেন অভিনেতা। যা নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত থেকে অন্তত সরে আসেননি। 



Previous Post Next Post

نموذج الاتصال