অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আল্লু অর্জুন , ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,

জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই জামিন পেয়ে গেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সুপারস্টার। তেলেঙ্গানা হাই কোর্ট তাঁর এই জামিন মঞ্জুর করেছে। হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে যে ঘটনা ঘটে গিয়েছে, সেটাই যেন কাল হল। অভিনেতার উপস্থিতি যে ধরনের ভিড় সৃষ্টি করল তাতে করেই মৃত্যু হল রেবতীর। আর সেই কারণেই মামলা দায়ের করা হল আজ।



শুক্রবার দিনভরের ঘটনা সিনেমাকেও হার মানায়। ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তোলা হয় নিম্ন আদালতে। ১৪ দিনের জেল হেফাজত হয় দাক্ষিণাত্যের সুপারস্টারের। তাঁকে হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়েও যাওয়া হয়। তবে এর পরই টুইস্ট। জেল হেফাজতের কিছুক্ষণের মধ্যেই হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গিয়েছেন আল্লু অর্জুন।



সূত্রের খবর অভিনেতার ভাই এবং তাঁর বাবাও হাজির হয়েছে পুলিশ স্টেশনে। কিন্তু পবন কল্যাণ যার উপস্থিতি অনেক কিছু বদলে দিতে পারে, সেই মানুষটিকে কেন দেখা যাচ্ছে না? পবণ যিনি সেই পরিবারের সদস্য, অন্ধ্র প্রদেশের ডেপুটি সিএম, তাঁর কাছ থেকে নাকি একবিন্দুও সাহায্য চাননি অভিনেতা?


নিম্ন আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। পরে, তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। অভিনেতার আইনজীবী অশোক রেড্ডি জানিয়েছেন, 'হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেও আল্লু অর্জুনকে জেল থেকে ছাড়া হয়নি। এটি অবৈধ আটক। আমরা আইনি পদক্ষেপ নেব। তবে এখন তিনি মুক্ত।’




Previous Post Next Post

نموذج الاتصال