স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক ,
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচারের প্রতিবাদে সরব এপার বাংলার ইমাম-মোয়াজ্জিনরা। বাংলাদেশের পরিস্থিতির আঁচ যাতে কোনওভাবেই এপারে ছড়িয়ে না পরে সেই আবেদন জানিয়েছেন তাঁরা। কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলতে থাকা অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন কলকাতার ইমাম-মোয়াজ্জিনরা।
শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। দিকে-দিকে হামলার স্বীকার হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের জেলায়-জেলায় হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। ভেঙে চুরমার করা হচ্ছে একের পর এক মন্দির। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এমন ভয়ঙ্কর নির্যাতনের নেপথ্যে সে দেশে মহম্মদ ইউনুস (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সৈয়দ আরও মনে করিয়ে দেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সংখ্যালঘুদের প্রতি অবিচার করার বার্তা দেয় না ইসলাম। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, সেই প্রসঙ্গের উল্লেখ করে সৈয়দ বলেন, "হিন্দুদের উপর একপাক্ষিকভাবে যে অত্যাচার, অবিচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না।" ভারত যেভাবে দীর্ঘদিন বাংলাদেশের পাশে থেকেছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন জামা মসজিদের ইমাম।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকে সেদেশে আরও বেড়েছে হিন্দুবিদ্বেষ। চিন্ময়ের আইনজীবীদের মারধর করা হয়েছে। হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হয়েছে ভুয়ো মামলা। তার মধ্যেই প্রতিবেশী দেশে এইভাবে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে জোর সওয়াল করলেন দিল্লি জামা মসজিদের শাহি ইমাম।