শুভ সূচনা হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,

সূচনা হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বুধবার নেতাজি ইন্ডোরের পরিবর্তে ধনধান্যে প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, এবার চলচ্চিত্র উৎসবে যেমন গ্ল্যামারের ছোঁয়া কম থাকবে, তেমনই উৎসবের উদ্বোধনের ভ্যেনুতেও আনা হয়েছে পরিবর্তন।


মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদিন হাজির হন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিংহা। এছাড়া একপাশে দেব, অন্যপাশে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে কেআইএফএফ-এর উদ্বোধন করেন মমতা।



এদিন কিফের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ হাজির থাকতে দেখা যায় একাধিক বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের। ছিলেন দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী, মাধবী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, প্রমুখ। হাজির ছিলেন শতাব্দী রায়, দেবলীনা কুমার, পাওলি দাম, সৌমিতৃষা কুন্ডু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। রচনা বন্দ্যোপাধ্যায় এদিন শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান। থালি গার্ল হিসেবে ছিলেন অভিনেত্রী তৃণা সাহা। দেব এদিন সংবর্ধনা জানান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।


রুক্মিণী মৈত্র সংবর্ধনা জানান রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে-কে। কৌশানি মুখোপাধ্যায়ের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তীকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গানে নৃত্য পরিবেশনা করেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেই নাচ দিয়েই অনুষ্ঠানের সূচনা ঘটে। সঞ্চালক হিসেবে ছিলেন যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। অন্যদিকে নচিকেতা চক্রবর্তী গেয়ে শোনান মুখ্যমন্ত্রীর লেখা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং।


এদিন উদ্বোধনী অনুষ্ঠানে তপন সিনহার গল্প হলেও সত্যি ছবিটি দেখানো হচ্ছে। এবারের চলচ্চিত্র উৎসবে তপন সিনহা ছাড়াও শ্রদ্ধা জানানো হবে গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রদের।



Previous Post Next Post

نموذج الاتصال