বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে তৃণমূল, বিজেপি


 বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ হাতে ভারতের পতাকা নিয়ে তিনি মিছিলে হাঁটেন। নগেন্দ্র মিশন এবং বাঙালি নাগরিক ফোরাম এই মিছিলের আয়োজন করেছিল। মিছিলে হাঁটার সময় বার্তা সংস্থা এএনআই-কে কুণাল ঘোষ বলেন, 'বাংলাদেশে যা হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে যেহেতু আমরা (পশ্চিমবঙ্গ) একটি রাজ্য তাই এই আন্তর্জাতিক বিষয়ে আমাদের কোনও ভূমিকা নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। বাংলাদেশে সহিংসতা বন্ধে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’


সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন ৷ তাঁর দাবি, বাংলাদেশে তিন কোটিরও বেশি হিন্দু রয়েছেন ৷ তাঁদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে ৷ এবার এই হামলা বন্ধ হোক ।


এদিন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েকে একাধিক বিষয়ে কটাক্ষ করেন শুভেন্দু। আসে পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গও। তিনি বলেন, "মুখমন্ত্রী লোকসভা নির্বাচনের সময় আমার বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার হেঁটে গিয়েছেন ৷ একাধিক সভাও করেছেন ৷ ভাইপোও তমলুকে একাধিক সভা করেছেন এবং হেঁটেছেন ৷ মমতা বলেছেন, মেদিনীপুর জেলাকে আমি অধিকারীর চোখ দিয়ে দেখতাম ৷ তাই এবার অধিকারী মুক্ত করতে হবে ৷ কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় 50 হাজার ভোটে এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 80 হাজার ভোটে জিতিয়েছেন ৷ 46 শতাংশ ভোট বিজেপিকে দিয়ে 15 টি বিধানসভায় তৃণমূলকে হারিয়েছেন ৷ তাঁরা পিসি-মুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন ৷ তাই তিনি ওই জেলায় একবার কেন একশো বার গেলেও কোনও লাভ হবে না ৷ 2026 সালে পূর্ব মেদিনীপুর থেকে 16টি আসন নরেন্দ্র মোদিকে দেবে মানুষ ৷”



এছাড়া নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, "গত সপ্তাহে রাজ্যের আন্তর্জাতিক কানেক্টিভিটি বা পরিবহণ নিয়ে অনেক আলোচনা হয়েছিল ৷" তিনি তথ্য দিয়ে জানান, পশ্চিমবঙ্গ সরকারকে আরও একটি বিমানবন্দর তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার জমি এবং অর্থ পাঠানোর পরেও এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তিনি বলেন, "রাজ্যে প্রতিটা উন্নয়নের কাজ আটকে রয়েছে ৷ 61টি রেল প্রকল্প আটকে রয়েছে ৷ শুধুমাত্র রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে কাজ এগোচ্ছে না ৷" রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই বলেই অভিযোগ, শুভেন্দুর ৷



Previous Post Next Post

نموذج الاتصال