কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারত


 ঘড়ির কাঁটায় ভোর ৫টা ৩৬ মিনিট! কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গা। আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন বহু মানুষ। দিল্লির স্থানীয় মানুষজন জানিয়েছেন, গত ২৫ বছরে রাজধানীতে এই ধরনের কম্পন হয়নি।


রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। দিল্লি থেকে পাঁচ কিলোমিটার দূর  ধৌলাকুঁয়ায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্পষ্ট কোনও খবর এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়, তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভোরবেলাই বহু মানুষ ভয়ে-আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন।



ভূমি থেকে কম্পনের উৎসস্থলের গভীরতা খুব বেশি নয় বলেই তীব্রতা বেশি অনুভূত হয়েছে, মত বিশেষজ্ঞদের। সোমবার সকালে ভূমিকম্পের পর সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, ‘‘দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা শান্ত থাকুন। ভূমিকম্পের আফ্‌টারশক হতে পারে, তার জন্য সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’’




ভূবিজ্ঞানী সুজীব কর বলেন, ‘দিল্লির ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩২ সেকেন্ড এবং তার উৎসস্থল ছিল দিল্লি শৈলশিরার উপরে। আর এই কারণের জন্য কম্পন এত তীব্র ভাবে অনুভূত হয়েছে।’ প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় একই ভাবে প্রবল কম্পন অনুভূত হয়েছিল। সেই কম্পনের উৎসস্থল ছিল চিনের জিনজিয়াং প্রদেশে। তার দু'সপ্তাহ আগে ১১ জানুয়ারি দিল্লি ও তার লাগোয়া এলাকা আফগানিস্তানের ভূমিকম্পে কেঁপে উঠে।



Previous Post Next Post

نموذج الاتصال