পথ দুর্ঘটনায় মারা গেল এক সাত বছরের স্কুলছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানা এলাকার মনোহরপুরে। রবিবার সকালে দিদি ভাইকে নিয়ে একটি সাইকেল চালিয়ে পড়তে যাচ্ছিল। সেসময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম সায়ন প্রধান। তার বয়স মাত্র ৭ বছর। তারকেশ্বর বল্লভীপুর কৌসের আলি প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণির পড়ুয়াকে তার দিদি রবিবার সাইকেলে চাপিয়ে আঁকার ক্লাসে নিয়ে যাচ্ছিলেন। তারকেশ্বরের বালিগড়ি-২ পঞ্চায়েতের মনোহরপুর এলাকায় একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সাইকেলে ধাক্কা মারে। দিবি এবং ভাই ছিটকে পড়েন রাস্তায়। ছোট্ট সায়নের মাথায় চোট লেগেছিল। রক্তাক্ত হন দিদিও। স্থানীয়েরা দু’জনকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সায়নকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সায়নের দিদি দীপ্তি প্রধানের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।
একটি গর্তেই সাইকেলের চাকা আটকে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল-সহ দিদি ও ভাই রাস্তায় পড়ে যায়। উলটো দিক থেকে একটি ট্রাক্টর আসছিল। সেই ট্রাক্টরের চাকার নিচেই চাপা পড়ে যায় ভাই। অল্পের জন্য রক্ষা পায় বোন।চোখের সামনে এভাবে ভাইকে হারানো মানতে পারছে না দিদি। ওই পরিবারেও শোকের ছায়া নেমেছে। তারকেশ্বর থানার পুলিশ ওই ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে।