দিল্লিতে মহাকুম্ভের মহা বিপত্তি ! পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫ জনের, আহতও বেশ কয়েকজন


 মহাকুম্ভে যাওয়ার পথে বিপত্তি। নয়াদিল্লি স্টেশনে পুণ্যার্থীদের চরম হুড়োহুড়ি। পদপিষ্ট হওয়ার পর পরিস্থিতিতে পড়ে গিয়ে আহত বহু। ট্রেন বাতিলের খবরেই হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই আহত হন বহু মানুষ। এখনওপর্যন্ত সংখ্যাটা ১৫ বলে জানা যাচ্ছে। বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে প্লাটফর্মে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে রয়েছে অনেকে। এদের মধ্যে অনেকেই মহিলা।



পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৫ জনের। মৃতদের মধ্যে ১০ জন মহিলা, ৩ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। লোকনায়ক জয়প্রকাশ (LNJP) হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।


 নয়াদিল্লি রেলস্টেশনে ভিড় উপচে পড়েছিল। তিল ধারণের জায়গা ছিল না। কুম্ভমেলা যাওয়ার দুটি ট্রেন দেরি করে বলে জানা গিয়েছে। ১৪ ও ১৫ নম্বরে অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। সেই প্ল্যাটফর্মে এমনিতেই ভিড় ছিল। এছাড়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, এই দুটি ট্রেন দেরিতে চলছিল। এই দুটি ট্রেনও প্রয়াগরাজের উপর দিয়ে যায়। এই দুই ট্রেনের যাত্রীরাও ১২,১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে।


আহত এক ব্যক্তি বলেন, হঠাত্ হুড়োহুড়ি শুরু হয়ে গেল। উপর থেকে মানুষজন ছুটে এল। অনেকেই তাদের পায়ের নীচে চাপা পড়ে যান। অনেকেই মারা গিয়েছে বলে মনে হচ্ছে। রেলের অনাউন্সমেন্টের জন্যই এসব হয়েছে। প্লাটফর্মের যে ধারন ক্ষমতার তার প্রায় ৫ গুণ মানুষ পৌঁছে গিয়েছিলেন। তবে অধিকাংশ মানুষই রেলের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন।



Previous Post Next Post

نموذج الاتصال