পরম-প্রিয়ার ঘরে নতুন অতিথি আগমন হতে চলেছে, সোশ্যাল মিডিয়া বিশেষ বার্তা প্রিয়ার


 অনুপম রায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন পিয়া চক্রবর্তী। এখবর টলিপাড়ায় অনেকেই জানতেন। তবে গত বছর (২০২৪) কাউকে কিছু না বলে হঠাৎই বিয়ে সেরে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন পরম-পিয়া। ২৭ নভেম্বর চার হাত এক হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর।


এবার (২০২৫) ভ্যালেন্টাইনস ডে-তে সব থেকে বড় চমকটা বোধ হয় পরম-পিয়াই দিলেন। থুড়ি, প্রেমদিবসে অবশ্য নয়। পরম পিয়া এই সুখবর শোনালেন ১৫ ফেব্রুয়ারি। অর্থাৎ প্রেম দিবসের ঠিক পরদিন ভালোবাসা মাখা ছবি দিয়ে টলিপাড়ার চর্চিত এই জুটি জানাচ্ছেন তাঁরা বাবা-মা হতে চলেছেন।



বেশ কিছু দিন ধরেই পিয়াকে নিয়ে এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছিল... কথা তুলতেই হেসে ফেলেছেন সমাজকর্মী-গায়িকা। বলেছেন, “আমার কানেও এসেছে। শুক্রবার প্রতি দিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তার পর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এ বার জানানোর সময় এসেছে।” সেইমতো শনিবার সমাজমাধ্যমে ভাগ করে নেন খুশির খবর।



প্রেম দিবসের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে পিয়া জানিয়েছেন, তাঁদের ভালবাসার জগৎ একটু একটু করে বড় হচ্ছে। তিনি লিখেছেন, 'একটা ছোট্ট মানুষ খুব শিগগিরই আমাদের দলে যোগ দিচ্ছে।'


একটা সময় পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায়কে নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন। তবে তিনি দ্রুতই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেন, গায়িকা প্রশমিতাকে বিয়ে করে। সমালোচনা, কটাক্ষ, সবকিছুকে পাশে সরিয়ে এবার নতুন আনন্দের অপেক্ষায় পরমব্রত ও পিয়া। তাঁদের জীবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।


Previous Post Next Post

نموذج الاتصال