ভারতের জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ের জন্য অভিনন্দন জানালেন


 আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। বেধে এসেছিল সমালোচনা। অবশেষে সেই হারের বদলা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেললেন রোহিত শর্মারা। এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। শাকিল ও রিজওয়ানের লড়াইয়ে ২৫০ রানের কাছাকাছি পৌঁছে যায় পাক দল। তবে জবাবে সেই রান তুলতে বিরাট বেগ পেতে হয়নি ভারতকে। 


রোহিত ২২ রানে প্যাভিলিয়নে ফিরলেও ভরসার ইনিংস খেলেন শুভমান গিল, শ্রেয়স আইয়াররা। আর বিরাট ঝড়ে শেষমেশ তছনছ হয়ে যায় বাবরদের জয়ের আশা। ভারতের কাছে এই হারের ফলে টুর্নামেন্ট থেকে আয়োজক দেশের বিদায়ও একপ্রকার নিশ্চিত হয়ে গেল।     


টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিইকার্যত মসৃণ করে দিলেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির রাস্তাটা। শতরান করে যেমন জেতালেন ভারতকে, তেমনই পাকিস্তানকে ছিটকে দিলেন টুর্নামেন্ট থেকে। ভারতের এই সহজ জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, "আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে আমাদের ছেলেদের দুর্দান্ত জয়ে আমরা আনন্দিত। মর্যাদাপূর্ণ ম্যাচে ভারতকে বিশাল জয়ের জন্য অভিনন্দন!" 


তবে ভারতের এই জয়ে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শ্রেয়স আইয়ারও। তিনি ৬৭ বলে ৫৬ রান করেন। একটা সময় মনে হচ্ছিল, ভারত বোধহয় এই ম্যাচটা ৮ উইকেটে জয়লাভ করবে।


কিন্তু, শ্রেয়সের পরই আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। হার্দিক মাঠে নেমেই যেভাবে ব্যাট চালাতে শুরু করেছিলেন, তাতে একবারের জন্যও মনে হয়েছিল যে বিরাটের শতরান হয়ত হাতছাড়া হয়ে যাবে। কিন্তু, তিনি ৮ রানে ফিরতেই বিরাটের সেঞ্চুরির পথ প্রশস্থ হয়। অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে শতরান করেন তিনি। সেইসঙ্গে ৪৫ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।



Previous Post Next Post

نموذج الاتصال