ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে ৷শুক্রবার কুম্ভ মেলার ইসকন ক্যাম্পে আগুন লাগে


 ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে ৷শুক্রবার কুম্ভ মেলার ইসকন ক্যাম্পে আগুন লাগে ৷ দ্রুত আশপাশের প্রায় এক ডজনেরও বেশি ক্যাম্পে সেই আগুন ছড়িয়ে পড়ে বলে আধিকারিকরা জানিয়েছেন। যদিও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷


মেলা এলাকার শঙ্করাচার্য মার্গের ১৮ নম্বর সেক্টরের যমুনা পুরম সেক্টরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লাগে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 


26 দিনে পড়ল মহাকুম্ভ মেলা ৷ এর মধ্যেই দু'বার আগুন লেগেছে কুম্ভে ৷ একবার পদপিষ্টের ঘটনাও ঘটেছে ৷ আগুনে একাধিক ক্যাম্প পুড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ তবে 29 জানুয়ারি মৌনি অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় 30 জনের মৃত্যু হয় ৷ এদিন ফের আগুন লাগে কুম্ভের ইসকনের তাঁবুতে।



গত 19 জানুয়ারি মহাকুম্ভ মেলা এলাকার সেক্টর 19-এ সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি সেবারও ৷ তবে আগুনে এক ডজনেরও বেশি ক্যাম্প পুড়ে গিয়েছিল। এরপর 25 জানুয়ারি, মহাকুম্ভ মেলা এলাকার সেক্টর 2-এ দুটি গাড়িতে আগুন লেগেছিল ৷ সেবারও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আধিকারিকদের মতে, একটি গাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় ৷ পরে পাশে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িতেও তা ছড়িয়ে পড়ে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


Previous Post Next Post

نموذج الاتصال