কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার বিকেলের দিকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় রবিবার কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই কলকাতা এবং রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বনিম্ন ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবার, সোমবার এবং বুধবারের জন্য।
পয়লা বৈশাখে এবার উত্তরবঙ্গ শুকনো থাকলেও দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই ওই দিন অর্থাৎ ১৫ এপ্রিল ঝড়-বৃষ্টির ব্যাপক সম্ভাবনা৷ আইএমডি-র কলকাতা হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ওই দিন ৪০- ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে রয়েছে ঝড়ের সম্ভাবনা৷ পাশাপাশি রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা৷
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বৃষ্টির অপেক্ষার অবসান হয়েছে৷ কিন্তু যেটা নেই সেটা হল স্বস্তি। বৃষ্টির পরেই ফের চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা৷ আর তার জেরেই সাধারণ মানুষ চৈত্রেই দহন জ্বালা অনুভব করছে৷ বাতাসে হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও আছে৷ কিন্তু হাওয়া অফিস এখনও আশ্বাস দিচ্ছে৷ ফের হানা দেবে কালবৈশাখী পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়৷
পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে । রোদের ঝলকানি থেকে মেঘে ঢাকা কালো আকাশ এর মধ্যে আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। হু হু তরে ঢুকছে জলীয় বাষ্প৷ পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশের উপর দিয়ে, অন্যদিকে অন্য ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে অসম ও বাংলাদেশের উপর দিয়ে৷