রাম নবমীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার উপরে আকাশপথে নজরদারি করতে চায় পুলিশ। প্রশাসনের খবর, এই নজরদারির জন্য থানাগুলিকে ড্রোন জোগাড় করতে বলা হয়েছে। মূলত বিভিন্ন স্পর্শকাতর এলাকা এবং ধর্মীয় স্থানের উপরেই নজরদারি করা হবে। এর আগে বিভিন্ন শোভাযাত্রার ঘোষিত পথে এবং ধর্মীয় স্থানের চারপাশে সিসি ক্যামেরার নজরদারির নির্দেশও দিয়েছে রাজ্য এবং কলকাতা পুলিশ। ইতিমধ্যেই লালবাজার জানিয়েছে, রাম নবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থান কিংবা রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে।
পূর্বতন আইজি (SSB) শ্রী এস বন্দ্যোপাধ্যায়কে এই শান্তি টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে গঠিত হয়েছে একটি ‘ব়্যাপিড অ্যাকশন টিম’, যারা দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত থাকবে। রাম নবমীর দিন, অর্থাৎ ৬ এপ্রিল, সকাল থেকেই রাজভবনের একটি বিশেষ উদ্যোগ ‘মোবাইল রাজভবন’ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় থাকবে। পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাই গভর্নর (HG) সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন, প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন, রাম নবমীর এই আনন্দঘন উৎসব যেন মর্যাদা এবং শালীনতার সঙ্গে উদযাপন করা হয়।
ত্রিবেণী গাজি দরগা, বাঁশবেড়িয়া জিন্নাতি মসজিদ, সপ্তগ্রাম নামাজগড় মসজিদ, বোরোপারা সুফিয়া মসজিদ, খাগড়াজোল মসজিদ, চাঁপদানী অ্যাঙ্গাস মসজিদ ও রিষড়া বিচলি মসজিদের ইমামরা। এদিন রিষড়া বিচলি মসজিদের ইমাম আলি রাজা জানিয়েছেন, রাম নবমীর মিছিল নিয়ে তাঁদের আপত্তির কোনও অবকাশ নেই। কারণ, সম্প্রীতির এই দেশ সকলের। এখানে নানা ধর্ম বর্ণের সকলের সহাবস্থান। সকলেই সমান। বিগত দিনে যা হয়েছে সেটা একটা চক্রান্ত ছিল। দীর্ঘ দিন ধরেই বাংলার উপর বিজেপির নজর। ওরা চক্রান্ত করে ধর্মীয় বিভাজনের রাস্তায় হাঁটছে। লক্ষ্য দুই পক্ষের মধ্যে গন্ডগোল পাকিয়ে উদ্দেশ্য সফল করা। সম্প্রীতির এই বাংলায় সেটা কোনওভাবেই সম্ভব হবে না। কারম, অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা হবে না। এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই। এখানে বসবাসকারী সকলেই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। যা চলে গেছে, তা হয়ে গেছে। আলি রাজা বলেন, ‘আমি মুসলমান ভাইদের বলব, উৎসব আমাদেরও হোক। তাদেরও হোক। হিন্দুদের বলব, আপনারাও মিলেমিশে উৎসব পালন করুন