এবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী ! রাজনীতির প্রথম পরীক্ষাতেই বাজিমাত


 স্পেশাল রিপোর্ট ওয়েব ডেস্ক,

কেরালার ওয়েনাডে সিপিএম-বিজেপিকে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর মার্জিনকে পেছনে ফেলে জিতলেন ওয়েনাডেরর উপনির্বাচনে। রাহুল গান্ধী আসনটি ছেড়ে দেওয়ার সময় বলেছিলেন ওই আসনে তিনি যোগ্য প্রার্থীই দেবেন। শেষপর্যন্ত দাঁড় করান দিদি প্রিয়াঙ্কাকে। ওয়েনাড় থেকে ৩.৬৫ লাখ ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। আর প্রিয়াঙ্কা জিতলেন ৪ লাখেরও বেশি ভোটে।



উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২ জায়গা থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। একটি হল রায়বেরিলি এবং অন্যটি কেরালার ওয়েনাড। লোকসভায় ওয়েনাড থেকে রাহুল গান্ধী পেয়েছিলেন ৬,৪৭,৪৪৫ ভোটে। জিতেছিলেন ৩,৬৪,৪২২ ভোটে। এবার এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রথমবার ভোটে লড়াই করে প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাডে মার্জিন বাড়িয়ে করেছেন ৪ লাখ।



প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও ভোট রাজনীতিতে এটাই কংগ্রেস সাধারণ সম্পাদকের হাতেখড়ি। প্রিয়াঙ্কার এই ভোট অভিষেককে স্মরণীয় করে রাখতে প্রাণপাত করেছে গোটা কংগ্রেস দল। লক্ষ্য ছিল, অন্তত পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জেতানো জাতীয় স্তরে দলের অন্যতম মুখকে। কিন্ত উপনির্বাচনে ভোট অনেক কম পড়ায় সেই লক্ষ্য পূরণ হয়তো হবে না। তবে প্রিয়াঙ্কা জিতছেন একপেশে ভাবেই। কেরলের ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিআই। বিজেপির নব্যা হরিদাস ওই কেন্দ্রে তৃতীয় স্থানেই।



প্রিয়াঙ্কার জয়ের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করছেন কংগ্রেসের ৩ গান্ধী। রাহুল গান্ধী রায়বরেলি থেকে সাংসদ হিসাবে লোকসভায় রয়েছেন। প্রিয়াঙ্কাও ওয়ানড় থেকে জিতে সংসদে যাচ্ছেন। প্রথমবার ভাই-বোন একসঙ্গে লোকসভায় বিজেপিকে আক্রমণ করবেন। সোনিয়া গান্ধী আগেই রাজ্যসভায় গিয়েছেন।


Previous Post Next Post

نموذج الاتصال