উপনির্বাচনের ছটি আসনেই জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ! বিরোধীদের মুছে দিল শাসকদল


 আরজি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যে কিছুটা হলেও চাপে আছে শাসকদল। অন্তত বিরোধীরা তেমনটাই দাবি করছে। এই আবহে রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে। এই আবহে প্রেস্টিজ ফাইটে অবশ্য তৃণমূল ৬-০ করার দিকে এগিয়ে যাচ্ছে। ভোট গণনা শুরু হতেই প্রতিটি কেন্দ্রেই এগিয়ে গিয়েছে শাসক ঘাসফুল শিবির। 



উপনির্বাচনে বাংলায় তৃণমূলের জয়জয়কার। রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচনের ফলেই এগিয়ে রয়েছে বাংলার শাসকদল। যার মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছে উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্রের উপনির্বাচনের ফল। গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মাদারিহাট কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ঘাসফুল প্রার্থী। এই প্রথম বার মাদারিহাটে জোড়াফুল ফুটতে চলেছে। যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আলাদা মাত্রা যোগ করল। 



উপনির্বাচন হয় মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত, দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির হাতে থাকা মাদারিহাটে ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রায় ৬০ হাজার ভোটের লিড নিয়েছে শাসকদলের প্রার্থী। মেদিনীপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে  তৃণমূল প্রার্থীর ঝুলিতে ১৬ হাজার ৪ টি ভোট।  বিজেপি প্রার্থী পেয়েছেন ১০ হাজার ১৬৮ টি ভোট। সিপিআই প্রার্থীর পক্ষে ভোট এসেছে ১ হাজার ৩১১টি। তৃণমূল প্রার্থী এগিয়ে ৫ হাজার ৮৩৬ ভোটে। বাঁকুড়ার তালড্যাংরায় দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ৩ হাজার ৩৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিজেপি। নৈহাটি কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনা শেষে ৩৫ হাজার ৩৪৪-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। হাড়োয়ায় তৃতীয় রাউন্ড শেষে ৩৪ হাজার ৪৫২ ভোটে এগিয়ে ঘাসফুল প্রার্থী। 


২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ে জয়ী হন মনোজ। সাংসদ হওয়ায় মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। আর উপনির্বাচনে বাজিমাৎ করল তৃণমূল। 


Previous Post Next Post

نموذج الاتصال