মাঘী পূর্ণিমায় ত্রিবেণী কুম্ভে পুণ্যস্নানে হাজার হাজার মানুষের সমাগম, পুণ্যস্নান করলে সাংসদ রচনা ব্যানার্জি, সুকান্ত মজুমদার


 মাঘী পূর্ণিমায় ত্রিবেণী কুম্ভে পুণ্যস্নান করতে হাজার হাজার মানুষের সমাগম। ভোর রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে ত্রিবেণীতে। মূলত যে সমস্ত পুণ্যার্থীরা প্রয়াগরাজের মহাকুম্ভে যেতে পারেননি বা গিয়েও ফিরে এসেছেন, এদিন তাঁরাই ত্রিবেনী কুম্ভে পূণ্যস্নান করেন। বেলা বাড়তেই পুণ্যার্থীদের ভিড় উপচে পরে। ভিড় সামাল দিতে আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল পুলিশ এবং স্বেচ্ছাসেবক। 


পাশাপশি টিউব এবং লাইফ জ্যাকেট নিয়ে গঙ্গাবক্ষে স্পিড বোটে নজরদারি চালাচ্ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। নজর ছিল স্নানের ঘাটগুলির দিকেও। স্নান করতে নেমে যাতে কেউ তলিয়ে না যায় তাই আগে থেকেই গঙ্গার ঘাট ঘিরে দেওয়া হয়েছিল জাল দিয়ে। একসঙ্গে পুণ্যার্থীরা যাতে ঘাটে না নেমে পরেন।


উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ভিডিও সোশাল মিডিয়ায় দেখা যায়। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পুণ্যস্নান করেছিলেন গেরুয়া কাপড়ে। আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে। বললেন 'আমি কালার থেরাপি করি।' তৃণমূল সাংসদ বলেন, "সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল। অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে। কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়ত আরও বেশি তৎপর হয়েছে। কোটি কোটি লোক ওখানে গেছে। মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কী হতে পারে।'’



এদিকে মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরেও পুণ্যস্নান করছেন হাজার হাজার পুণ্যার্থী। কপিলমুনির আশ্রমের সামনেও লম্বা লাইন। গতকাল রাত থেকে ঠান্ডা উধাও। দখিনা বাতাস বইছে। এবারের মাঘী পূর্ণিমার ভিড় অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে প্রশাসনের অনুমান। সব মিলিয়ে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে সাগরতটে। কাকদ্বীপের লট এইটে ফেরিঘাটেও ভিড়। একই ছবি সাগরের কচুবেড়িয়া ঘাটেও। মানুষের লাইন গঙ্গাসাগরমুখী।


Previous Post Next Post

نموذج الاتصال