রণবীর বিতর্কে এবার বড় সিদ্ধান্ত নিলেন ইউটিউবার সময় রায়না


 দুটি এফআইআর, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ, সামাজিক মাধ্যমেও টিকে থাকা দায়! রণবীর বিতর্কে এবার বড় সিদ্ধান্ত নিলেন ইউটিউবার সময় রায়না। 'ইন্ডিয়ান গট ল্যাটেন্ট' যে শো নিয়ে এত বিতর্ক, সেই শোয়েরই যাবতীয় ভিডিও মুছে ফেললেন তিনি। কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়লেও কটাক্ষের হাত থেকে রেহাই পেতে এ হেন সিদ্ধান্ত তাঁর। 


এ নিয়ে ইনস্টাগ্রামে এক বিবৃতিও দেন তিনি। সময় লেখেন, "যা হচ্ছে তা আমার জন্য অনেকটাই। আমার চ্যানেল থেকে সব ল্যাটেন্ট ভিডিও আমি মুছে ফেলেছি। আমি শুধু আপনাদের হাসাতে চেয়েছিলয়াম। সব ধরনের এজেন্সির সঙ্গে পূর্ণ সহযোগিতা করব, এই কথা দিচ্ছি। 


এদিন সন্ধ্যায় সময় রায়না এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'এখন যা যা ঘটে যাচ্ছে সেটা আমার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ইন্ডিয়াস গট লেটেন্টের সমস্ত ভিডিয়ো ডিলিট করে দিয়েছি।'


তিনি এদিন সাফাই দিয়ে আরও জানান, 'আমার খালি একটাই উদ্দেশ্য ছিল মানুষকে হাসানো, আর ভালো সময় কাটানো। আমি সমস্ত এজেন্সির সঙ্গে সম্পূর্ণ সহায়তা করব তাঁদের তদন্তে। ধন্যবাদ।’


সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ।


Previous Post Next Post

نموذج الاتصال