যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জনরোষের মুখে পড়েন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর বিরুদ্ধে দায়ের হয় একাধিক এফআইআর। সেইসব খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রণবীর। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, আদালতের নিয়ম মেনে মামলার শুনানি হবে।
রণবীরের বিরুদ্ধে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ দায়ের হয়। অপ্রীতিকর এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁর অনুরাগীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। দেশজুড়ে রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর জমা হওয়ায় রণবীর সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচানোর আর্তি জানান। জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি আইনজীবী অভিনব চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সামনে বিষয়টি উল্লেখ করে বলেন যে রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। অসম পুলিস তাঁকে আজ তলব করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে মামলায় ইতিমধ্যেই তারিখ দেওয়া হয়েছে।
গুয়াহাটির এক বাসিন্দা আল্লাবাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে অসম পুলিশ অশ্লীলতা ও নৈতিকতা অবমাননার ধারায় একটি মামলা রুজু করে। মামলায় রণবীরের পাশাপাশি শো-এর হোস্ট সময় ও বাকি আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্বা মাখিজার নামও রয়েছে। গুয়াহাটি পুলিশের একটি দল ইতিমধ্যে মুম্বই পৌঁছেছে সকলকে সমন দিতে। মুম্বই পুলিশের তরফে সময়কে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে। তবে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে সময় চেয়ে নিয়েছেন পুলিশের কাছ থেকে।
আর এই পরিস্থিতিতে সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার কাছে এই মামলাটির তড়িঘড়ি শুনানির অনুরোধ জানানো হয়েছে। তবে আদালতে তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মামলাটির জন্য ইতিমধ্যেই একটি তারিখ ঠিক করা রয়েছে, তার আগে শুনানি সম্ভব নয়।