ফের আগুন মহাকুম্ভে। নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতেই জ্বলে উঠল মহাকুম্ভ চত্বর। সেক্টর ৮-এর মেলাপ্রাঙ্গনে ঘটল অগ্নিসংযোগের ঘটনা। ইতিমধ্যে সেই এলাকায় ছুটে গিয়েছে দমকলবাহিনী। এই নিয়ে পঞ্চমবার আগুন লাগল প্রয়াগরাজের এই পুণ্যস্থলে।
উল্লেখ্য, মহাকুম্ভ ঘিরে যেন পিছু ছাড়ছে না বিপদ। শনিবারের রাতেই কুম্ভগামী ট্রেনে চড়তে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয় শতাধিক মানুষ। মৃত্যু হয় ১৮ জনের। প্ল্যাটফর্ম নিয়ে বিভ্রাটের জেরে সেদিনকার নৃশংস ঘটনা ঘটে বলে প্রশাসনিক সূত্রে খবর। গত সপ্তাহে এই সেক্টর ১৮ তেই আগুন লেগে পুড়ে গিয়েছিল বেশ কয়েকটি তাবু। তাঁর আগে ২৫ জানুয়ারি আগুন লেগে গিয়েছিল সেক্টর ২ দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে। এখানেই শেষ নয়, গত ১৯ জানুয়ারিতেও সেক্টর ১৯-এ গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনির অঘটনের রেশ এখনও কাটেনি। কুম্ভগামী ট্রেন ধরতে দেশের বিভিন্ন স্টেশনেই ধরা পড়েছে বিশৃঙ্খলার ছবি। আর তার মাঝেই মহাকুম্ভ চত্বরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দাউদাউ করে জ্বলে ওঠে কুম্ভমেলার সেক্টর ৮-এর বজরঙ দাস মার্গ। স্বাভাবিকভাবেই, আগুনের জেরে জ্বলে যায় পরপর কয়েকটি তাঁবুও। আগুন নেভাতে তৎক্ষণাৎই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী।
এদিন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আপাতত এ ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই। এছাড়া আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহত এড়ানো গেলেও বহু পুণ্যার্থী ও সাধুসন্তদের প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এক সাধু জানান, তাঁবুতে তিন ব্যাগ টাকা রাখা ছিল। তাঁর মধ্যে দুটি পুড়ে ছাই হয়ে যায়।