দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।


 বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন অংশে গরমের দাপট দেখা গিয়েছে। সেখান থেকে দেখতে হলে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো আইএমডির পাশে থেকে একই বার্তা দিল আলিপুর হাওয়া অফিস। তারা জানিয়ে দিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়। 


দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছে রয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি কাছে। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে গরম পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকে খানিকটা মুক্তি পাওয়ার আশা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।  



দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। বুধবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া।



এরপর ২০ ফেব্রুয়ারিও দক্ষিণবঙ্গের সব জেলারই এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। সেদিনের জন্য উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে।   



এদিকে আপাতত কয়েকটি দিন দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামিকাল থেকে জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আজ ও আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা অরুণাচল প্রদেশে। আগামী ৪১ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে। মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অসম, মেঘালয়ে। রাজধানী দিল্লিতে ও আগামী দুদিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



Previous Post Next Post

نموذج الاتصال