২৭ বছর পর দিল্লি জয়। কিন্তু রাজধানীর কুরসিতে কে বসবেন ? বিজেপি মহলে জল্পনা তুঙ্গে


 ২৭ বছর পর দিল্লি জয়। কিন্তু এখন প্রশ্ন হল রাজধানীর কুরসিতে কে বসবেন? দেশের রাজধানী বলে কথা। সেখানকার মুখ্যমন্ত্রী পদে এমন কাউকে বসাতে হবে যিনি প্রশাসনের কাজকর্মে দক্ষতা দেখাতে পারবেন। আবার একই সঙ্গে খেয়াল রাখতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী এমন কেউ না হন যিনি মোদি-শাহদের ছায়া পেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।


৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টি জিতেছে পদ্ম শিবির। AAP-এর খাতায় গিয়েছে মাত্র ২২টি আসন। হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার মতো নেতারা। কংগ্রেস শূন্য। মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা না করেই এ বারের দিল্লি নির্বাচনে জয় পেয়েছে BJP। তবে জয়ের পরই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দলের অন্দরে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একটি উচ্চ স্তরের মিটিং সেরেছেন পদ্ম নেতারা।


পাঁচ জন গেরুয়া নেতা রয়েছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে। এর মধ্যে সবচেয়ে চর্চিত নাম পরবেশ বর্মা। অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে তিনি হয়ে উঠেছেন ‘জায়ান্ট কিলার’। নিউ দিল্লি আসনের এই জয়ী প্রার্থীই দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন, চাইছেন অধিকাংশ BJP সমর্থক। এ ছাড়াও দৌড়ে রয়েছেন দিল্লির প্রাক্তন বিরোধী দলনেতা বীরেন্দ্র গুপ্তা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং ব্রাহ্মণ মুখ সতীশ উপাধ্যায়, দিল্লি BJP-র সাধারণ সম্পাদক আশিস সুদ এবং RSS সমর্থিত বৈষ্য গোষ্ঠীর জিতেন্দ্র মহাজন।


পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি শিবিরে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও মুখ্যমন্ত্রীর দৌড়ে প্রথমে নাম রয়েছে পরবেশ সিং ভার্মার ৷ তিনি নয়াদিল্লি বিধানসভা আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন ৷ তিনিও এদিন দিল্লির লেফট্যানেন্ট গভর্নরের সঙ্গে দেখা করেন। পাশাপাশি বিজওয়াসন বিধানসভা আসনের বিজেপির জয়ী প্রার্থী কৈলাস গেহলতও আজ রাজভবনে পৌঁছন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "আমি এখানে কেবল উপরাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি।”

Previous Post Next Post

نموذج الاتصال