আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। এই আবহে আজ পরীক্ষার্থীদের জন্য বিশেষ সরকারি বাস পরিষেবা চালু থাকবে। শুধু আজকেই নয়, আগামী ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২২ ফেব্রুয়ারিও বিশেষ সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে। ওই বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে। সেখানে অন্যান্য সকলেই চাপতে পারবেন। তবে মাধ্য়মিক পরীক্ষার্থীদের সেই বাসে অগ্রাধিকার দেওয়া হবে।
এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩। এর মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৯৫০ জন ছাত্রী রয়েছেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা রয়েছে আজ। শুরু হবে সকাল ১১টা থেকে, চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাধ্যমিক পরীক্ষার ফলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যানজট এড়াতে বাড়তি পদক্ষেপ করেছে প্রশাসন।
পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবেন। পরীক্ষা শুরু হওয়ার আগে শেষবার ঘোষণা করে জানিয়ে দেবেন, যদি তাদের কাছে ইলেকট্রনিক গেজেট থাকে তা হলে যেন জমা দিয়ে দেয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন সকাল সাড়ে নটা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে। ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ৪২৩ জন কাস্টডিয়ান থাকছেন। তাঁদের কাছে প্রশ্নপত্র চলে গিয়েছে। অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের দুটি করে ফোন দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে দ্রুত তাঁরা ফোনে পর্ষদকে জানাবেন।
জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, "রাজ্যে মুখ্যমন্ত্রী তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা পরিকাঠামোর আমূল সংস্কার হয়েছে। স্কুলছুট বন্ধ হয়েছে। এ ছাড়া কন্যাশ্রী, সবুজসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্রীদের বেশি মাত্রায় স্কুলমুখী করেছে। সেই কারণেই জীবনের প্রথম গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী–সংখ্যা বেড়েছে।”