বই বিক্রির নিরিখে রেকর্ড গড়লো ৪৮ তম কলকাতা বইমেলা। গিল্ডের তরফে জানানো হয়েছে, ১২ দিন কলকাতা বইমেলায় বই বিক্রি হয়েছে প্রায় ২৫ কোটি টাকার। এছাড়া বইমেলার শেষলগ্নে উপছে পড়েছে মানুষের ভিড়। সব মিলিয়ে এবারের বইমেলায় ২৭ লক্ষ মানুষ এসেছেন বলে জানিয়েছে গিল্ড।
২০২৪ সালে বইমেলা চলেছিল ১৪ দিন ধরে। সেবার বইমেলায় বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। কিন্তু ২০২৫–এর বইমেলার দিন সংখ্যা কম হলেও বই বিক্রিতে রেকর্ড তৈরি হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।
একটানা ১২ দিনের বইমেলা শেষ হল গতকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি। প্রতিবারের মতো এবারও বইমেলার দিনগুলিতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে লক্ষ-লক্ষ বইপ্রেমী ভিড় জমিয়েছিলেন। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবারের বইমেলায় কম-বেশি ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ইংরেজি বইয়ের বিক্রি বেড়েছে। যেহেতু বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের দাম বেশি, তাই সার্বিকভাবেই বই বিক্রির ক্ষেত্রে এই নতুন রেকর্ড হয়েছে।
এই প্রথম বই মেলার থিম কান্ট্রি ছিল জার্মানি। রবিবার ৪৮ তম বইমেলার সমাপ্তিতে হাজির ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধানগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। রাজ্যের মন্ত্রীদের কথায়, বইমেলা চিরকাল হৃদয়ে থাকবে। আগামী বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব।
তাও ২০২৪ সালের থেকে ২০২৫ সালে বইমেলার দিনসংখ্যা কম ছিল। ২০২৪ সালে বইমেলা চলেছিল ১৪ দিন। এবার ১২ দিন চলেছে বইমেলা। তারপরও বই বিক্রির নিরিখে রেকর্ড তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গিল্ডের কর্তারা। যাঁরা আগামী বছর বইমেলার বহর আরও বাড়াতে চাইছেন। আরও বেশি সময় ধরে প্রস্তুতি সারতে চাইছেন বইমেলার।