গত প্রায় ৪-৫ বছর বলিউডে বায়োপিকের সিজ়ন। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ থেকে শুরু করে ‘৮৩’, অতীতে ধোনি, কপিল দেবের বায়োপিককে ভরপুর ভালোবাসা দিয়েছেন ভক্তরা। এ বার বড় পর্দায় ‘দাদা’-র বায়োপিক। জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা হয়েছিল কয়েক বছর আগেই। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, বড় পর্দায় মহারাজের ভূমিকায় দেখা যাবে কাকে? এ বার সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং দাদাই।
বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মহারাজ বলেন, আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন... । তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসাবে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দেশের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ধরনের ক্রিকেট নিয়ে তাঁর মোট ১৮ হাজার ৫৭৫ রান রয়েছে। ভারতকে ২১টি টেস্ট ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
পরবর্তী সময়ে ‘প্রিন্স অফ কলকাতা’ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি হন। গত বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিযুক্ত হন তিনি। বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটি এবং ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিতে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও দায়িত্ব পালন করেছেন সৌরভও।
এদিকে রাজকুমার রাওয়ের হাতে রয়েছে আরও কিছু বড় প্রোজেক্ট। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ভুল চুক মাফ’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন ওয়ামিকা গাব্বি। এছাড়াও ২০২৫ সালের ২০ জুন মুক্তি পেতে চলেছে তাঁর গ্যাংস্টার ড্রামা ‘মালিক’।