ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ, কিন্তু রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশন


 ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ। অশান্তি বিধ্বস্ত সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় নতুন করে আর অশান্তির খবর আসেনি। নববর্ষের সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এলাকায় রুটমার্চ করছে সিআরপিএফ, বিএসএফ, পুলিশ। রবিবার থেকে নতুন করে আর কোনও অশান্তি ছড়ায়নি।


সোমবার সকাল থেকেই বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে আর কোথাও কোনও অশান্তি তৈরি হয়নি। হিংসা ছড়ানোর অপরাধে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সিআরপিএফ, বিএসএফ, পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়।


এদিন সকাল থেকে মানুষজন রাস্তায় বেরতে শুরু করেছেন। তবে অনেকের চোখেমুখেই আতঙ্ক রয়েছে। পুলিশ-প্রশাসনও তাঁদের আশ্বস্ত করছে, বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।


সূত্রের খবর, রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনে একটি অভিযোগ জমা পড়েছিল। তারপরেই নড়েচড়ে বসে কমিশন। তিন সপ্তাহের মধ্য়েই রিপোর্ট জমা দেওয়া হবে। এরপরই সরেজমিনে খতিয়ে দেখতে আসবে মানবাধিকার কমিশন। সূত্রের খবর, ওড়িশার একটি মানবাধিকার সংগঠনের তরফে একটা অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। এরপর মুর্শিদাবাদে আসার কথা জানানো হয়েছে NHRC-এর তরফে। মনে করা হচ্ছে শীঘ্রই আসবে তাদের টিম।


সোশ্য়াল মিডিয়ার নানা পোস্ট ও হিংসার কথা উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনে একটি নালিশ জমা পড়ে।



Previous Post Next Post

نموذج الاتصال