শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন পঞ্জাব কিংস যেভাবে নিজের পুরোন দলের বিরুদ্ধে প্ল্যান করে বদলা নিলেন তার প্রমাণ পিবিকেএস বনাম কেকেআর ম্যাচ৷ কেকেআর এদিন ৯৫ রানে প্যাকআপ হয়ে যায়৷ কেকেআর৷ আর এই জয় শ্রেয়স আইয়ারের নিজের পুরনো দলের বিরুদ্ধে ছিল- এই সেই পুরনো দল যাকে চ্যাম্পিয়ন করার পরেও দল তাকে ধরে রাখেনি, এই ম্যাচ ছিল তাঁর বদলা৷
এদিন পঞ্জাব কিংস ১১১ রানে প্যাকআপ হয়ে যায়৷ জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ছিল ১১২ রান৷ সেই টার্গেট নিমেষে পেয়ে যাবে ভেবে যখন লাফাচ্ছিল কেকেআর ফ্যান তখনই বুদ্ধি নিয়ে মাঠে নামেন শ্রেয়স আইয়ার৷ প্রাক্তন কেকেআর অধিনায়কের বোলিং স্ট্র্যাটেজির ফাঁদে হাঁসফাঁস করে দম আটকে যায় নাইট ব্রিগেডের৷
হারের ধাক্কায় কিছুটা বিধ্বস্ত রাহানে। সাধারণত তাঁর মাথা ঠান্ডা থাকে। কিন্তু এই মুহূর্তে তিনি নিজেই বুঝতে পারছেন না বাকিদের কী বলবেন? কেকেআর অধিনায়ক বলেন, “আমার মাথায় এখন অনেক কিছু চলছে। সাজঘরে গিয়ে নিজেকে শান্ত করতে হবে। মাথা ঠান্ডা করতে হবে। ভাবতে হবে বাকিদের কী বলব।” রাহানের এই কথা থেকেই স্পষ্ট এ বাবে জেতা ম্যাচ হেরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি। বুঝতে পারছেন না কী ভাবে প্রতিযোগিতায় এগোবেন। তিনি আউট হওয়ার পরে যে ভাবে পুরো দল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেটাও হয়তো তাঁর মাথায় ঘুরছে। ভাবছেন, এই ব্যাটিং আক্রমণ নিয়ে কী করবেন তিনি?
যে ভাবে রাহানে একের পর এক ম্যাচে ভুল করছেন, তাতে দলের দুর্বলতম জায়গা হয়ে উঠেছেন তিনি। যেখানে অধিনায়কের সিদ্ধান্ত হারার পরিস্থিতি থেকে দলকে জেতায়, সেখানে রাহানের সিদ্ধান্ত জয়ের পরিস্থিতি থেকে দলকে হারাচ্ছে। যে ভাবে কেকেআর এগোচ্ছে তাতে আইপিএলের মাঝে চেন্নাই সুপার কিংসের মতো কেকেআরকেও না অধিনায়ক বদলাতে হয়।