৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ ঘোষ, নিউটাউনের বাড়িতেই বসবে বিবাহ আসর


 দিলীপ ঘোষ শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপের। পাত্রী রিঙ্কু মজুমদার। বিজেপি করার সূত্রেই আলাপ দু’জনের। দিলীপের ঘনিষ্ঠমহলের বক্তব্য, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ণ, তখন রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। তিনি নাকি বলেছিলেন, এখন তো তাঁর সঙ্গে কেউ নেই। তিনি দিলীপের সঙ্গে থাকতে চান।


৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ। পাত্রীর বয়স ৫১ বছর। তিনি বিবাহবিচ্ছিন্না, এক পুত্র রয়েছেন। ছেলের অনুমতি নিয়েই বিয়েতে এগোচ্ছেন রিঙ্কু। অন্য দিকে মায়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে দিলীপ বিয়েতে রাজি হয়েছেন বলে খবর। শুক্রবার দিলীপের নিউটাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু। পরে সনাতনী রীতি মেনেও বিয়ে হবে বলে খবর মিলেছে। রাজনীতিতে এতদিন জমিয়েই ব্যাটিং করেছেন দিলীপ। মাঝে দাপট কিছুটা কমেছিল যদিও, কিন্তু মেজাজ পাল্টায়নি এতটুকু। এবার তাঁর বিয়ের খবরেও সরগরম রাজ্য রাজনীতি।


শোনা যাচ্ছে, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ যখন খানিক বিষণ্ণ, তখন রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। প্রথমে বিয়েতে রাজি না হলেও, পরে ভেবেচিন্তে ও মা পুষ্পলতা ঘোষের কথায় বিয়ে করতে চলেছেন 'নাড়ু' তথা দিলীপ ঘোষ।



Previous Post Next Post

نموذج الاتصال