পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্সের চালানো হামলায় (Pahelgam Terrorist Attack) প্রাণ হারিয়েছেন দেশের ২৬ জন নিরীহ নাগরিক। এই নিয়ে ভারত-পাক দুই মুলুকের চাপান-উতর শুরু হয়েছে। যার ঢেউ এসে পড়েছে খেলার ময়দানেও। ইতিমধ্যে বিসিসিআই জানিয়েছে, আগামী দিনে টিম ইন্ডিয়া পাক ক্রিকেট দলের সঙ্গে কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।
উল্লেখ্য, ভারতে পিএসএলের একমাত্র সম্প্রচারকারী অ্যাপ ফ্যানকোড। ক্রিকেট ছাড়াও ফুটবল, টেনিস সহ একাধিক ছোটবড় খেলার বিভিন্ন স্তরের লিগ স্ট্রিম করে থাকে তারা। এ বছর আইপিএলের গায়ে গা ঘেঁষে সমান্তরালভাবে চালু হওয়া পিএসএল লাইভ সম্প্রচার করছিল ফ্যানকোড। কিন্তু পহেলগাম হত্যালীলার জেরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। আজ এমনটাই জানিয়েছে এই সংস্থা।
যদিও এহেন ঘোষণার প্রেক্ষিতে পিএসএল কিংবা পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) কোনও মন্তব্য করেনি। আগামী দিনে খেলা সম্প্রচারকে কেন্দ্র করে তারা কোনও পাল্টা পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর বিশেষজ্ঞদের। কিন্তু ফ্যানকোড যেভাবে বলিষ্ঠ সিদ্ধান্তের কথা জানিয়েছে, তা যে দু’দেশের ভূরাজনৈতিক এবং কুটনীতিক সম্পর্কে প্রভাব ফেলবে, সে বিষয়ে নিঃসন্দেহ অনেকেই।
ভারতের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফ্যানকোড’ ঘোষণা দিয়েছে তারা ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সম্প্রচার ভারতে স্থগিত করেছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ফ্যানকোড এক বিবৃতিতে জানায়, “পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে এবং জাতীয় আবেগকে সম্মান জানিয়ে আমরা পাকিস্তানভিত্তিক এই প্রতিযোগিতার সম্প্রচার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”