৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএল রেকর্ড ভাঙলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী



 রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী অসাধারণ ছেলে বৈভব সূর্যবংশী মাত্র ৩৫ বলে দ্রুততম আইপিএল সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হয়েছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ১৫.৫ ওভারে ২১০ রানের লক্ষ্য তাড়া করে RR মাত্র ৫ উইকেটে পেয়েছেন। সূর্যবংশী অতিমানবিক শক্তি প্রদর্শন করে RR-কে পাঁচ ম্যাচের পরাজয়ের ধারা ভাঙতে এবং IPL ২০২৫ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে সাহায্য করেছেন। সূর্যবংশী আইপিএল ২০২৫-এর দ্রুততম ফিফটিও হাঁকিয়েছেন মাত্র ১৭ বলে। যশস্বী জয়সওয়ালও ৪০ বলে ৭০ রান করে RR-কে ঘরে তুলেছেন। 


১৪ বছর বয়সেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করে রাখল বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিপক্ষে এদিন ৩৮ বলে ১০১ রানের চোখ ধাঁধানো একটি ইনিংস খেলেছে বৈভব। ২৬৫.৭৮ স্ট্রাইক রেটে এই রান করেছে রাজস্থানের ছোট্ট ছেলেটি। তার এই ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ১১টি ছক্কায়। এদিন সেঞ্চুরি করতে বৈভব মাত্র ৩৫ বল নেয়। সেই সঙ্গে আইপিএলে দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডও গড়ে সে। এর আগে এই রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের নামে। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ইউসুফ পাঠান ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৫ বছর পর বৈভব সূর্যবংশী তাঁকে ছাপিয়ে গেল। তাও রাজস্থানের জার্সিতেই।


এদিনের 'ছোটা প্যাকেট বড়া ধামাকা'র পর শুভেচ্ছার জোয়ারে ভাসেন বৈভব। তার খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দ্রাবিড়। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছে জানিয়েছেন প্রাক্তন 'হার্ড হিটার' ইউসুফ পাঠান, মহম্মদ সামি, যুবরাজ সিংরা। যুবি সোশাল মিডিয়ায় লিখেছেন, '১৪ বছর বয়সে তুমি কী করছ! পলক না ফেলে দুনিয়ার সেরা বোলার নিয়ে ছেলেখেলা করলে। বৈভব সূর্যবংশী-নামটা মনে রেখো। ভবিষ্যত প্রজন্মকে নিয়ে আমি গর্বিত।’

Previous Post Next Post

نموذج الاتصال