অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে তারকাদের হাট


 

অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে তারকাদের হাট ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্বে। গানে গানে জমে ওঠে এদিনের শুভ অনুষ্ঠান ৷


অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নচিকেতা চক্রবর্তী, ডোনা গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা থেকে শুরু করে অরিন্দম শীল, লাভলি মৈত্র, অদিতি মুন্সী, দেবলীনা কুমার, দিগন্ত বাগচী-সহ বাংলার সিনেমা ও ধারাবাহিকের খ্যাতনামা তারকারা ৷


অনেক তারকা মন্দির প্রাঙ্গনের ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ বুধবার সকাল থেকেই কড়া রোদ মাথায় নিয়ে মন্দির প্রাঙ্গনে উপস্থিত অগণিত তারকা থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা ৷ এদিন দেখা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নকশা করা পাঞ্জাবী পরনে প্রসেনজিৎ ও দেবকে ৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্ত্রী-সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন ৷ গান করেন নচিকেতা চক্রবর্তী ৷ পাশাপাশি এদিন, মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে গান করেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ও।


গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো গান শোনান উপস্থিত দর্শকদের ৷ একটি গান 'আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছরে এসো মিষ্টি করে...' অপরটি 'আমার আমি হারিয়ে যাক তোমাদেরই মাঝে...' ৷ সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচিও সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত দর্শকদের সামনে ৷ তিনি গেয়ে ওঠেন, 'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে...' ও 'রাম রতন ধন পাও' ৷ ইমন চক্রবর্তীও এদিন মঞ্চে ওঠেন গেয়ে ওঠেন 'হরে কৃষ্ণ হরে কৃষ্ণ..' ৷


এরপর গান ধরেন মন্ত্রী শিল্পী ইন্দ্রনীল সেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে গেয়ে ওঠেন 'নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী...' ৷ এরপর ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম দীক্ষামঞ্জরী বিশেষ নৃত্য পরিবেশন করেন ৷ বিকেল 3টে নাগাদ মন্দিরের দ্বারোদঘাটন হবে বলে জানান ইন্দ্রনীল সেন ৷

Previous Post Next Post

نموذج الاتصال