প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল , মেধাতালিকায় স্থান করে নিয়েছে মোট ৬৬ পড়ুয়া

 


প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। শুক্রবার, ২ মে, সকাল ৯টায় মাধ্যমিক বোর্ড ফল ঘোষণা করল। ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশিত হল।


মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে মোট ৬৬ পড়ুয়া। প্রথম স্থানে- ১ জন, দ্বিতীয় স্থানে- ২ জন, তৃতীয় স্থানে- ১ জন, চতুর্থ স্থানে- ২ জন, পঞ্চম স্থানে- ৪ জন, ষষ্ঠ স্থানে- ৫ জন, সপ্তম স্থানে-৫ জন, অষ্টম স্থানে- ১৬ জন, নবম স্থানে- ১৪ জন, দশম-১৬ জন।


এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (৯৯৪)। তৃতীয় স্থানে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্র ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩।



এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন ছাত্রছাত্রী। রাজ্যের মোট ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। গত বছরের মতো এই বছরও মাধ্যমিক পরীক্ষা পর্বে কড়া নজরদারির বন্দোবস্ত করেছিল পর্ষদ।


প্রথম দশে ৬৬ পড়ুয়া। প্রথম স্থানে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯.৯৩ শতাংশ। প্রথম স্থানে অদৃত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র। প্রকাশিত মাধ্যমিকের ফল। পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়ে কালিম্পং, তৃতীয়ে কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ফলপ্রকাশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে কৃতজ্ঞতা জানালেন পর্ষদ সভাপতি। মাধ্যমিকের সঙ্গে সকলকে ধন্যবাদ জানলেন তিনি।

Previous Post Next Post

نموذج الاتصال