বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৯ এপ্রিল (২০২৫) দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। তিথি অনুসারে, অক্ষয় তৃতীয়ার একদিন আগেই মন্দিরের দরজা খুলে যাবে।
স্বাভাবিকভাবেই এই ঘোষণা প্রভু জগন্নাথের ভক্তবৃন্দ এবং সাধারণ পর্যটক - দুই পক্ষের কাছেই বিরাট পাওয়া। এত দিন তাঁরা সকলেই অপেক্ষায় ছিলেন, কবে চাক্ষুষ করা যাবে সেই মন্দির?
২৮ এপ্রিল থেকে শুরু পুজো প্রক্রিয়া। তাতে অংশগ্রহণের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধুসন্ত ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে। ৩০ এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা।
সাগর কন্যার তীরে জেগে উঠবে নয়া জগন্নাথ তীর্থ। জগন্নাথ ভক্তদের পাশাপাশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে শ্রীক্ষেত্রের আদলে নির্মিত ২১৩ ফুট উচ্চতার দিঘা জগন্নাথ মন্দির। তার ভৌগোলিক অবস্থান আরও মনোমুগ্ধকর করে তুলেছে দিঘার উপকূলীয় সৌন্দর্যকে। ফলে মন্দির উদ্বোধনের পর জগন্নাথ দর্শনের জন্য দিঘার সাগরতীরে যে মানুষের দুর্বার স্রোত নামবে তা বলার অপেক্ষা রাখে না। সে কথা মাথায় রেখে মন্দিরের নিরাপত্তা ও পরিকাঠামোগত সব ব্যবস্তা সুনিশ্চিত করতে উদ্যোগী পুলিশ ও প্রশাসন।
কঠোর নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির সব সবিধা নেওয়া হবে। এছাড়া মন্দির এলাকায় পার্কিং জোন তৈরি, পুরোনো জগন্নাথ মন্দির এলাকার বালিয়াড়িকে ঘিরে সৌন্দর্যায়ন করা হবে। শেষ হতে চলা মন্দির নির্মাণের কাজ, দুটি সমুদ্রঘাট নির্মাণ সহ প্রকল্পের যাবতীয় কাজ ঘুরে দেখেন পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা।